রবিবার, ১২ এপ্রিল, ২০১৫ ০০:০০ টা

ছাত্র-শিক্ষক মিলনকেন্দ্র

ছাত্র-শিক্ষক মিলনকেন্দ্র

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) তরুণদের আড্ডা দেওয়ার অন্যতম জনপ্রিয় জায়গা। শুধু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই নয় বরং আশপাশের বিভিন্ন স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষার্থীরাও আড্ডার জন্য ভিড় করে এখানে। ফলে টিএসসি এলাকা পরিণত হয় তরুণদের মিলনমেলায়। চায়ের কাপে চুমুক দিয়ে শিক্ষার্থীরা বন্ধু-বান্ধবের সঙ্গে আড্ডায় মেতে ওঠেন। মূলত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীকে একাডেমিক জ্ঞানের পাশাপাশি সামাজিক-সাংস্কৃতিকভাবে বিকশিত করার লক্ষ্য নিয়ে ১৯৬১ সালে এটি প্রতিষ্ঠা হয়। এর স্থপতি কন্সটান্টিন ডঙ্য়িাডেস। বর্তমানে টিএসসি পরিণত হয়েছে সামাজিক-সাংস্কৃতিক-রাজনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু। এখানে গড়ে উঠেছে অর্ধশতাধিক সংগঠন। এছাড়া রয়েছে ক্যাফেটেরিয়া, মিলনায়তন, গেমস রুম, সুইমিংপুল, সাইবার ক্যাফে। টিএসসি ক্যাফেটেরিয়ায় মিলে এক টাকা দিয়ে লেবুর চা আর বিশ টাকায় দুপুর আর রাতের খাবার যা অনেক মানুষের কাছে বিস্ময়!

 

সর্বশেষ খবর