সোমবার, ৩ নভেম্বর, ২০১৪ ০০:০০ টা

টিপস

টিপস

বর্তমান প্রেক্ষাপটে ভালো একটি চাকরি পাওয়া আর সোনার হরিণ পাওয়া একই কথা। প্রতিযোগিতামূলক চাকরির বাজারে নিজেকে যোগ্য করে তুলতে হয়। সবচেয়ে বড় কথা চাকরির বাজারে রয়েছে বৈচিত্র্যতা। অনেক ক্ষেত্রে দেখা যায়, বোটানিতে অনার্স করে ব্যাংকে চাকরি করতে যাচ্ছে, আবার পরিসংখ্যানে গ্রাজুয়েশন করে অনেকেই ওষুধ কোম্পানিতে চাকরি করছে। আবার বিষয়ভিত্তিক চাকরি যে একদম নেই তা কিন্তু বলা যাবে না। প্রথমেই ঠিক করে নিতে হবে আপনার বিষয়ভিত্তিক চাকরি আপনি করবেন। ধরুন, আপনি যদি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হয়ে মাল্টিন্যাশনাল কোম্পানির মার্কেটিং বিভাগে চাকরি করেন তাহলে হয়তো আপনি অনেক টাকা বেতন পাবেন। কিন্তু আপনার শিক্ষাগত যোগ্যতার সঙ্গে পেশার মিল না থাকায় উপরে ওঠার পথে অন্তরায় সৃষ্টি হবে। অনেকে আবার নিজস্ব মেধা আর স্মার্টনেস দিয়ে এ ধরনের প্রতিবন্ধকতা উতরে যেতে পারে। তবে সবচেয়ে ভালো ক্যারিয়ার সিদ্ধান্ত হলো, বিষয়ভিত্তিক পেশায়ই নিজের ক্যারিয়ার গড়া। বিষয়ভিত্তিক পেশায় আত্মনিয়োগ করতে হলে আপনাকে জানতে হবে আমাদের দেশে কি কি ধরনের ক্যারিয়ার সেক্টর রয়েছে এবং এসব ক্যারিয়ারের জন্য কি ধরনের যোগ্যতা প্রয়োজন। সেই অনুযায়ী প্রস্তুত হন।

 

- ক্যারিয়ার ডেস্ক

 

 

সর্বশেষ খবর