রবিবার, ১৪ জুলাই, ২০১৩ ০০:০০ টা

শিশুদের অপব্যবহার

ইদানীং লক্ষ্য করা যাচ্ছে, দেশে চরম সহিংসতায় শিশুদের ব্যবহার করা হচ্ছে। বিশেষ করে হরতালের সময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ, গাড়িতে অগি্নসংযোগ এবং রাস্তায় ব্যারিকেড তৈরি করতে শিশুদের ব্যবহার করা হচ্ছে। জাতিসংঘের ইউনিসেফের পক্ষ থেকে রাজনৈতিক কর্মকাণ্ডে শিশুদের ব্যবহার করার জন্য উদ্বেগ প্রকাশ করা হয়েছে। মিছিল এবং বিক্ষোভের অগ্রভাগে শিশুদের ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে। কোমলমতি শিশুদের যখন লেখাপড়া এবং খেলাধুলা করার কথা তখন তাদের সহিংস কাজে নৃশংসভাবে ব্যবহার করা হচ্ছে। যা সম্পূর্ণ বেআইনি এবং চরম মানবতাবিরোধী। রাজনীতিতে হীনম্মন্যতার কাজে ব্যবহারের ফলে শিশুরা শিশুসুলভ আচরণ ভুলে যায়। আচরণে এক ধরনের উন্মাদনা দেখা দেয়। বাংলাদেশ শিশু অধিকার সনদে স্বাক্ষরকারী একটি দেশ। রাজনৈতিক কাজে শিশুদের ব্যবহার সংবিধান, আন্তর্জাতিক শিশু সনদ এবং জাতীয় শিশুনীতির পরিপন্থী। শিশুরা জাতির ভবিষ্যৎ। শিশুদের পঙ্গু করে জাতির ভবিষ্যৎ ধ্বংস করার জন্য এই হীন পাঁয়তারা অবিলম্বে বন্ধ করতে হবে। অতএব, দেশের সব রাজনৈতিক দলের প্রতি আবেদন, যে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে শিশুদের ব্যবহার থেকে বিরত থাকুন।

মাহতাব আলী, মিরপুর, ঢাকা।

 

সর্বশেষ খবর