রবিবার, ১ সেপ্টেম্বর, ২০১৩ ০০:০০ টা

হিউম্যান রাইটস ওয়াচের বিবৃতি

গোলাম আযমের রায় ত্রুটিপূর্ণ বলে হিউম্যান রাইটস ওয়াচ বিবৃতি দিয়েছে। তবে যেটা লক্ষ্যণীয়, সেটা হচ্ছে হিউম্যান রাইটস ওয়াচ তার বিবৃতিতে বলেছে, '৭১-এ যে হত্যাযজ্ঞ ও নৃশংসতা হয়েছে, তার সুবিচারকে তারা সমর্থন করে। অর্থাৎ তারা স্বীকার করে '৭১-এ হত্যাযজ্ঞ ও নৃশংসতা হয়েছিল। তবে তারা বলেছে বিচারের রায়টা ত্রুটিপূর্ণ এবং তারা উপসংহারে এনেছেন, বিচারিক ট্রাইব্যুনাল, প্রসিকিউশনের প্রতি অনেক বেশি পক্ষপাতদুষ্ট। '৭১-এ হত্যাযজ্ঞ হয়েছিল, এটা হিউম্যান রাইটস ট্রাইব্যুনাল, প্রসিকিউশন সবারই মত অভিন্ন এবং গোলাম আযম একজন অভিযুক্ত অপরাধী সে ব্যাপারেও কোনো পক্ষের কোনো দ্বিমত নেই। ওই হিউম্যান রাইটস বলেছে, গোলাম আযমের রায়টা ত্রুটিপূর্ণ। তারা গোলাম আযমকে নির্দোষ বলে দাবি করেনি। এটা পরিষ্কার হলো, গোলাম আযমের রায় ত্রুটিপূর্ণ না হলে। তার ফাঁসির রায় অবধারিত ছিল। হিউম্যান রাইটস ওয়াচ মানবাধিকার রক্ষার ব্যাপারে যারা ন্যায়নিষ্ঠ, তারা নিশ্চয়ই এটাই বুঝাতে চেয়েছেন। তাদের ধন্যবাদ জানাই।

মোহা. নাছিরউল্লাহ খান

১৯৩/এফ, ফকিরাপুল, ঢাকা।

 

 

 

সর্বশেষ খবর