রবিবার, ১ সেপ্টেম্বর, ২০১৩ ০০:০০ টা

প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা

সরকারি প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা প্রতিবছরই হয়ে থাকে। এতে অংশগ্রহণের সংখ্যা তুলনামূলক হারে বাংলাদেশের অন্য সব পরীক্ষার চেয়ে অনেক বেশি। এ পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য শর্ত হলো নিজ জেলা। বাংলাদেশের অনেক মানুষ জীবিকা অর্জনের জন্য তাদের পরিবার নিয়ে দেশের বিভিন্ন স্থানে বসবাস করে। পঞ্চগড় যাদের স্থায়ী ঠিকানা যদি জীবিকা অর্জনের জন্য চট্টগ্রাম হয় কর্মস্থল, তাহলে তাদের সন্তানদের এই পরীক্ষা দিতে কত টাকা খরচ হবে তা অঙ্কে ফেল করা একজন ছাত্রকে বললেও সহজে বলে দেবে। এই একটি মাত্র পরীক্ষার জন্য একজন পরীক্ষার্থীকে কমপক্ষে তিন দিন সময় ব্যয় করতে হচ্ছে যানবাহনে। ব্যয় হচ্ছে পকেটের কষ্টার্জিত টাকা। এ ছাড়াও যানজটের দুর্ভোগ, রাস্তাঘাটের করুণ অবস্থা এবং অস্বাভাবিক সড়ক দুর্ঘটনার দিকে তাকালে জীবন মূল্যহীন। শিক্ষক নিবন্ধন পরীক্ষা দেশের পুরনো ২০টি শহরে হয়ে থাকে, যে যেখানে ইচ্ছা পরীক্ষা দিতে পারছে। ডিজিটাল বাংলাদেশে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা ও শিক্ষক নিবন্ধন পরীক্ষার মতোই নেওয়া হোক, যে যেখানে ইচ্ছা পরীক্ষা দিতে পারে। এতে বাঁচবে একজন পরীক্ষার্থীর সময় ও কষ্টার্জিত টাকা, পড়তে হবে না জনদুর্ভোগে এবং স্বাভাবিক থাকবে জীবন। বিষয়টি গ্রহণ করতে প্রধানমন্ত্রীর শুভদৃষ্টি কামনা করছি।

মো. আজিনুর রহমান লিমন আছানধনী মিয়াপাড়া, ডিমলা, নীলফামারী।

 

 

সর্বশেষ খবর