রবিবার, ১ সেপ্টেম্বর, ২০১৩ ০০:০০ টা

অপরিচ্ছন্ন রেলস্টেশন

টঙ্গী রেলস্টেশন, বিমানবন্দর রেলস্টেশন এবং কমলাপুর রেল স্টেশন- এ তিন স্টেশন হয়েই আমার আসা যাওয়া। তিনটি স্টেশনের মধ্যে বিমানবন্দর ও কমলাপুর রেলস্টেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা এ স্টেশনগুলোতে দেশের সব শ্রেণীর যাত্রীর উপস্থিতি থাকে এবং যাত্রীর সংখ্যাও অন্যান্য স্টেশনের তুলনায় অধিক। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো, স্টেশনগুলোর প্লাটফর্ম খুবই নোংরা, অপরিচ্ছন্ন। প্লাটফর্ম ময়লা হতে হতে তেল ছিটছিটে হয়ে গেছে, গন্ধ বের হচ্ছে, মাছি উড়াউড়ি করছে। বসার স্থানগুলোর অবস্থাও প্রায় একই। এখানে সেখানে কাঁৎ চিৎ হয়ে পড়ে আছে ভাসমান মানুষ। তাদের খাবারের উচ্ছিষ্ট অংশ ছড়িয়ে ছিটিয়ে আছে। প্লাটফর্মের আশপাশে তাদের মলমূত্রের চিহ্নও দেখা যায়। রেলস্টেশনগুলোকে আমাদের রেলের মুখচ্ছবি বলা যায়, আমাদের রেলের নতুন মন্ত্রণালয় হয়েছে, নতুন নতুন কর্মোদ্যোগ চলছে যা সত্যি আশাজাগানিয়া। কর্তৃপক্ষ মুখচ্ছবির দিকে নজর দেবেন কি?

প্রজ্ঞা বড়ুয়া, উত্তরা, ঢাকা।

 

 

 

 

সর্বশেষ খবর