বুধবার, ৩ ডিসেম্বর, ২০১৪ ০০:০০ টা

যানজটে আক্রান্ত ধানমণ্ডি

নিউমার্কেট থেকে মিরপুর রোড, এলিফ্যান্ট রোড, ল্যাবএইড হাসপাতালের সামনে, রাসেল স্কয়ার, ধানমণ্ডির ২ নম্বর রোড, সীমান্ত স্কয়ার ও ঝিগাতলা মোড়, সাতমসজিদ রোড এমনকি ধানমণ্ডির ১৯ নম্বর ঢুকতে স্টার কাবাব হোটেলের সামনে যে যানজট, এটা নিরসনে সরকারের অবহেলা ও উদাসীনতা সত্যিই দুঃখজনক। এসব রাস্তার ওপর বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়, মালামাল বিক্রেতাদের ভ্যানগাড়িসহ ফুটপাতে হকারদের উৎপাত, যত্রতত্র গাড়ি পার্কিং, রাস্তার ওপর মাছ-মুরগির বেচাকেনা এবং কাটাকাটি, রিকশার জটলা, ট্রাফিক অব্যবস্থাপনা, স্থানীয় থানা-পুলিশের নীরবতা, নিয়মিত রাস্তার ওপর নোংরা-আবর্জনা পরিষ্কার না করা, প্যাসেঞ্জারের জন্য রাস্তার ওপর বাসের অপেক্ষা এবং দীর্ঘদিন বাড়িঘর নির্মাণ সামগ্রী রাস্তার ওপর ফেলে রাখাসহ বিভিন্ন কারণে ধানমণ্ডিতে যে যানজট লেগে আছে, তা নিরসনের জন্য ঢাকা সিটি করপোরেশন, পুলিশ, র্যাব এবং ঢাকা জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট দ্বারা প্রয়োজনীয় উদ্যোগ নিলে আপাতত ধানমণ্ডি থেকে যানজট নিরসন সম্ভব হবে বলে আশা করি।

মাহবুবউদ্দিন চৌধুরী, ফরিদাবাদ, ঢাকা।

 

 

 

সর্বশেষ খবর