৩ মার্চ, ২০২০ ১৬:০৬

শাহ আমানতে সাড়ে ১৬ লাখ টাকার সিগারেট জব্দ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

শাহ আমানতে সাড়ে ১৬ লাখ টাকার সিগারেট জব্দ

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শারজাহ থেকে আসা তিন যাত্রীর কাছ থেকে ১৬ লাখ ৬০ হাজার টাকার সিগারেট জব্দ করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকাল ৮টার দিকে বিমানের যাত্রীদের ব্যাগেজ থেকেই এসব সিগারেট জব্দ করা হয়। প্রতি কার্টন সিগারেটের বাজার মূল্য ২ হাজার টাকা। জব্দ করা সিগারেট পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য বিমানবন্দর কাস্টমসকে হস্তান্তর করা হয়েছে। 

শাহ আমানত বিমানবন্দর সূত্রে জানা গেছে, এয়ার এরাবিয়ার ‘জি ৯৫২৮’ ফ্লাইটের যাত্রীদের ওপর নজরদারি কার্যক্রম জোরদার করে বিমানবন্দরে দায়িত্বরত এনএসআই, কাস্টমস ও শুল্ক গোয়েন্দা টিম। এ সময় ফটিকছড়ির মোহাম্মদ উল্লাহ, মোহাম্মদ মামুনুর মিয়া ও  মোহাম্মদ রোকন উদ্দিনের ব্যাগেজ থেকে ৮৩০ কার্টন সিগারেট জব্দ করা হয়। 

গত রবিবার সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুবাই থেকে আসা ‘বিজি ১৪৮’ ফ্লাইটের যাত্রী ফটিকছড়ির মোহাম্মদ সেলিম উদ্দিন ও হাটহাজারীর সাইফুল ইসলাম টিপুর কাছ থেকে উদ্ধার করা হয়েছিলো ৪৮০ কার্টন সিগারেট। যার বাজার মূল্য ৯ লাখ ৬০ হাজার টাকা।

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর