৬ জুন, ২০২০ ১৯:৫৫

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে করোনা চিকিৎসা শুরু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে করোনা চিকিৎসা শুরু

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে শুরু হল করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসা। শনিবার সকাল থেকে হাসপাতালের নবনির্মিত ভবনে ১০টি ভেন্টিলেটরযুক্ত আইসিইউ ও সেন্ট্রাল অক্সিজেন সুবিধাসহ ১০০ বেড নিয়ে এই চিকিৎসা কার্যক্রম শুরু হয়। টেলিকনফারেন্সের মাধ্যমে হাসপাতালে করোনা ইউনিট উদ্বোধন করেন তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ। 

এ সময় টেলি-কনফারেন্সে বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, শিক্ষা উপ-মন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এবিএম আজাদ। এ সময় হাসপাতালে উপস্থিত ছিলেন পরিচালনা কমিটির সহ সভাপতি এম এম মোরশেদ হোসেন, ট্রেজারার রেজাউল করিম আজাদ, পরিচালক (প্রশাসন) ডা. নুরুল হক প্রমুখ।  

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ‘হাসপাতালের দ্বারে দ্বারে ঘুরে রোগীরা অ্যাম্বুলেন্সে মৃত্যুবরণ করছে। যা কোনোভাবেই কাম্য নয়। হাসপাতাল থেকে রোগী ফেরত দেওয়া মানবতাবিরোধী কাজ। বিষয়গুলো সরকার পর্যবেক্ষণ করছে। সময় মতো তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

ট্রেজারার রেজাউল করিম আজাদ বলেন, ‘করোনা আক্রান্ত ও উপসর্গ থাকা রোগীদের চিকিৎসায় ভেন্টিলেটরযুক্ত ১০টি আইসিইউসহ করোনা ওয়ার্ড চালু করা হয়েছে। আছে ৩০ শয্যার ফ্লু কর্নার। করোনা রোগী পরিবহনে প্রস্তুত রাখা হয়েছে অত্যাধুনিক দুইটি অ্যাম্বুলেন্স। সরকারের সহযোগিতা থাকলে নবনির্মিত ১৪ তলা ভবনটির পুরোটাই করোনা আক্রান্তদের চিকিৎসায় প্রস্তুত করা সম্ভব।’  

বিডি প্রতিদিন/এ মজুমদার/রেজা মুজাম্মেল

সর্বশেষ খবর