চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকা থেকে ২০ কেজি গাঁজাসহ মো. সালমান (৫০) নামের এক ব্যাক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার (১ নভেম্বর) বিকেলে এক অভিযানে তাকে গ্রেপ্তার করা হয় বলে রবিবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে সংস্থাটি। গ্রেপ্তার সালমান হালিশহর থানার উত্তর হালিশহর এলাকার বাসিন্দা।
র্যাব-৭ এর সহকারী পরিচালক এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, কিছু মাদক ব্যবসায়ী গাঁজা বিক্রির উদ্দেশ্যে হালিশহর থানার উত্তর হালিশহর গলিচিপা পাড়ার হাজী বাড়ির মালেক সওদাগরের বাড়িতে অবস্থান করছে এমন একটি সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে অভিযান চালানো হয়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া দিয়ে সালমানকে গ্রেপ্তার করা হয়। পরে তার বাড়িতে তল্লাশি চালিয়ে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরবর্তী আইনি ব্যবস্থা নিতে তাকে হালিশহর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম