চট্টগ্রামের রাউজান উপজেলায় যুবদল কর্মী আলমগীর আলমকে গুলি করে হত্যার ঘটনায় মুহাম্মদ রাজু (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। অভিযুক্ত রাজু রাউজান পৌরসভার স্থায়ী বাসিন্দা।
রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভুঁইয়া জানান, আলমগীর আলমকে গুলি করার সময় আলমগীরের পেছনে মোটরসাইকেলে ছিলেন রাজু। তিনি আলমগীরের সহযোগী হিসেবে পরিচিত, তবে তদন্তে হত্যাকাণ্ডের সাথে তার সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। একারণে তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত ২৫ অক্টোবর বিকেলে রাউজান পৌরসভার কায়কোবাদ জামে মসজিদের সামনে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে গুলি করে হত্যা করা হয় যুবদল কর্মী আলমগীর আলমকে। ওই ঘটনায় নিহতের বাবা আবদুস সাত্তার রাউজান থানায় ২১ জনের নামে উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৬-৭ জনকে আসামি করে মামলা করেন।
বিডি প্রতিদিন/এএম