দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা সুলতানুল আলম চৌধুরীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার চট্টগ্রাম বিভাগীয় স্পেশাল জজ মিজানুর রহমানের আদালত এ আদেশ দেন।
এর আগে তিনি আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
দুদক সূত্রে জানা গেছে, সুলতানুল আলম চৌধুরী (৫৭) বোয়ালখালী উপজেলার পূর্ব গোমদ্দীর মধ্য কড়লডেঙ্গা এলাকার মৃত আজহারুল হক চৌধুরীর ছেলে। বর্তমানে তিনি ফেনী জেলার দাগনভূঞা রেঞ্জ কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন। এর আগে তিনি চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের পটিয়া রেঞ্জে দায়িত্ব পালন করেন।
দুদকের আইনজীবী অ্যাডভোকেট রেজাউল করিম রনি জানান, জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণভাবে সম্পদ অর্জন ও ভোগদখলের অভিযোগে দুদক তার বিরুদ্ধে মামলা করে। এর আগে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত থেকে তিনি জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষ হওয়ায় তিনি বুধবার আদালতে আত্মসমর্পণ করে পুনরায় জামিনের আবেদন করেন, যা আদালত নামঞ্জুর করেন।
আদালত সূত্রে জানা গেছে, সুলতানুল আলম চৌধুরী দুর্নীতি দমন কমিশনে দাখিল করা সম্পদ বিবরণীতে ১ লাখ ৬১ হাজার ৬৪৮ টাকার অস্থাবর সম্পদের তথ্য গোপন করেন। এছাড়া তিনি ৫১ লাখ ৩৩ হাজার ৮৩৪ টাকার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অবৈধভাবে অর্জন ও ভোগদখলে রেখেছেন।
২০২৩ সালের ১৬ এপ্রিল দুদকের চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এ তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। তদন্ত শেষে ২০২৫ সালের ১২ মার্চ আদালতে অভিযোগপত্র দাখিল করে দুদক।
বিডি-প্রতিদিন/মাইনুল