১১ নভেম্বর, ২০১৯ ১৩:৪৭

কুমিল্লায় জঙ্গিবাদ সচেতনতামূলক বিষয়ক সেমিনার

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় জঙ্গিবাদ সচেতনতামূলক বিষয়ক সেমিনার

কুমিল্লায় উগ্রবাদ ও জঙ্গিবাদ বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার জেলা পুলিশ লাইনস শহীদ আর আই আবদুল হালিম মিলনায়তনে তিন দিনের এই সেমিনার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর। 

সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম। অতিথি ছিলেন ১০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম ফজলে রাব্বি,জেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি প্রফেসর আমীর আলী চৌধুরী ও কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর রুহুল আমিন ভুইয়া। 

সেমিনারের প্রথম দিনে কুমিল্লা জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বররা অংশ নেন। আগামী দুই দিনের সেমিনারে মসজিদের ইমাম, কারারক্ষী, গ্রাম পুলিশ ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেবেন। 

বাংলাদেশ পুলিশ সন্ত্রাস দমন ও আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধ কেন্দ্র নির্মাণ প্রকল্পের অর্থায়নে এবং জেলা পুলিশ কুমিল্লার আয়োজনে এ সেমিনারের আয়োজন করা হয়।

বিডি-প্রতিদিন/মাহবুব

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর