১১ নভেম্বর, ২০১৯ ১৭:২০
জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা

খুলনায় মাদক ও কিশোর গ্যাং নির্মূলে ‘ইন্টিগ্রিটি ফোরাম’

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনায় মাদক ও কিশোর গ্যাং নির্মূলে ‘ইন্টিগ্রিটি ফোরাম’

খুলনা শহরে কিশোর গ্যাংয়ের তৎপরতা উদ্বেজনকভাবে বাড়ছে। এতে খুন ও ধর্ষণের মতো ঘটনায় জড়িয়ে পড়ছে কিশোররা। একই সাথে আর্থিক প্রলোভনে মাদক ব্যবসায় জড়িয়ে গেছে উঠতি বয়সী কিশোর-যুবকরা। এ অবস্থা থেকে ফিরিয়ে আনতে খুলনায় স্কুল শিক্ষার্থীদের নিয়ে গড়ে তোলা হচ্ছে ‘চাইল্ড ইন্টিগ্রিটি ফোরাম’। এই ফোরাম বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উদ্দীপনামূলক কার্যক্রম পরিচালনা করবে।

সোমবার খুলনায় জেলা প্রশসাকের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন বলেন, কেবল আইন প্রয়োগ করে মাদক ও কিশোর গ্যাং নির্মূল করা যাবে না। এজন্য স্কুল পর্যায় থেকে সচেতনতা প্রয়োজন।

পরিবারের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে মাদক নির্মূলে এগিয়ে আসতে হবে। বাচ্চারা কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে এগুলো নিয়মিত তদারকি করতে হবে। সভায় সিভিল সার্জন এসএম আব্দুর রাজ্জাক, পুলিশ সুপার এসএম শফিউল্লাহ, কেএমপির উপপুলিশ কমিশনার মো. এহসান শাহ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ইউসুপ আলী, উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর