৬ জুন, ২০২০ ২১:৩৩

খুলনায় দুর্যোগ মোকাবেলায় গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক, খুলনা:

খুলনায় দুর্যোগ মোকাবেলায় গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা

খুলনায় উপকূলীয় অঞ্চলে দুর্যোগ মোকাবেলায় গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা শনিবার খুলনা প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. মুন্সি মাহবুব আলম সোহাগ। অনুষ্ঠান সঞ্চালনা করেন আঞ্চলিক উপ-প্রধান তথ্য কর্মকর্তা ম. জাবেদ ইকবাল। খুলনা আঞ্চলিক তথ্য অফিস এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে বলা হয়, দুর্যোগকালে সংবাদকর্মীর দায়িত্ব ও ঝুঁকি বেড়ে যায়। তাদের বস্তুনিষ্ঠ সংবাদ উপস্থাপনের কারণে সাধারণ মানুষের ভরসা বৃদ্ধি পায় ও রাষ্ট্র উপকৃত হয়। এসময় বিজ্ঞানসম্মত তথ্যেও চেয়ে ব্যক্তির নিজস্ব ভাবনাকে যৌক্তিক বলে প্রচারের অপচেষ্টা চলে। তবে খুলনায় গলমাধ্যমের ভূমিকায় গুজর সৃষ্টির প্রবনতা কমেছে। 
অনুষ্ঠানে খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. মুন্সি মাহবুব আলম সোহাগ বলেন, প্রধানমন্ত্রী উন্নয়নের ক্ষেত্রে বরাদ্দ দিয়েছেন। কিন্তু ওই উন্নয়ন কাজ সঠিকভাবে হচ্ছে কিনা তা’ নিশ্চিত করতে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি দুর্নীতি প্রতিরোধে নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে সংবাদ প্রকাশের আহবান জানান। 

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর