৭ জুলাই, ২০২০ ১৬:৪৪

অস্ত্রোপচারকালে প্রসূতির মৃত্যু, স্বজনদের ক্লিনিক ঘেরাও

নিজস্ব প্রতিবেদক, রংপুর:

অস্ত্রোপচারকালে প্রসূতির মৃত্যু, স্বজনদের ক্লিনিক ঘেরাও

রংপুরের মিঠাপুকুরে অস্ত্রোপচারের সময় এক প্রসূতির মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বিক্ষুদ্ধ স্বজনরা ক্লিনিক ঘেরাও করে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সোমবার রাতে এ ঘটনা ঘটে।

প্রসূতির পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার রাণীপুকুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের আসাদুজ্জামানের ছেলে রাশেদ মন্ডল তার স্ত্রী আকলিমা বেগম সাথিকে (৩০) প্রচন্ড প্রসব ব্যথা নিয়ে সোমবার দুপুরে গড়েরমাথা নামকস্থানে রয়েল হেল্থ সিটি হাসপাতালে নিয়ে আসেন। সেখানে ক্লিনিক কর্তৃপক্ষ জানায়, স্বাভাবিকভাবে সন্তান প্রসব হবে না। অস্ত্রোপচার (সিজারিয়ান) করে প্রসব করাতে হবে। তাদের কথা মত সন্ধ্যায় ওই প্রসূতির অস্ত্রোপচার শুরু হয়। অস্ত্রোপচারের সময় ফুটফুটে কন্যা সন্তান জন্ম দিয়ে মারা যায় প্রসূতি।

প্রসূতির শাশুড়ি মিনি বেগম অভিযোগ করেন, আমাদের কাউকে কিছু বুঝতে না দিয়ে রুম থেকে লাশ বের করে তড়িঘড়ি করে এ্যাম্বুলেন্সে ওঠায় ক্লিনিকের কর্মীরা। এরপর রংপুর শহরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে, মৃত্যুর ঘটনা জানার পর বাড়িতে খবর দিয়ে এ্যাম্বুলেন্সটি আটক করে বাড়িতে লাশ নিয়ে যাওয়া হয়। ঘটনার পর ক্লিনিকের লোকজন পালিয়ে যায়। খবর পেয়ে নিহতের স্বজনরা ক্লিনিক ঘেরাও করে। পরে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার লতিবপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের মৃত. আকমল হোসেনের মেয়ে আকলিমা বেগম সাথিকে ৭ বছর আগে বিয়ে করেন রাশেদ মন্ডল। বিয়ের পর শশুড়বাড়িতেই ঘরজামাই হিসেবে বসবাস করেন তিনি। তাদের দাম্পত্য জীবনে আরও একটি ছেলে সন্তান রয়েছে। নবাগত কন্যাসন্তানটি বর্তমানে সুস্থ রয়েছে।  

রয়েল হেলথ্ সিটি হাসপাতালের সবাই পলাতক এবং মোবাইল ফোন বন্ধ থাকায় মালিক কিংবা ব্যবস্থাপকের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে, আপেল নামে একজন কর্মকতার সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা  হলে তিনি বলেন, “চিকিৎসক বলেছেন-‘ওই রোগী হার্ট এ্যাটাকে মারা গেছেন।’আর হাজারে দুই একটা রোগী মারা যেতেই পারে।” 

মিঠাপুকুর থানার ওসি জাফর আলী বিশ্বাস বলেন, খবর পেয়ে সেখানে পুুলিশ পাঠানো হয়েছিল। আইনগত সহায়তার জন্য সব কিছু প্রসেস করা হয়েছিল। কিন্তু, নিহতের পরিবার কোন অভিযোগ দেয়নি। তাই, মামলা হয়নি।


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর