২৩ জানুয়ারি, ২০২১ ১৬:৫৭

হরিণাকুন্ডু পৌর নির্বাচন: আওয়ামী লীগের সভাপতিসহ ৩ নেতা বহিষ্কার

ঝিনাইদহ প্রতিনিধি

হরিণাকুন্ডু পৌর নির্বাচন: আওয়ামী লীগের সভাপতিসহ ৩ নেতা বহিষ্কার

বহিষ্কৃত ৩ নেতা

ঝিনাইদহের হরিণাকুন্ডু পৌর নির্বাচনকে কেন্দ্র করে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান জোয়ার্দারসহ ৩ নেতাতে বহিষ্কার করেছে জেলা আওয়ামী লীগ। 

আজ শনিবার বিকালে জেলা আওয়ামী লীগ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই বহিষ্কারাদেশের কথা জানানো হয়। বহিষ্কার অপর দুইনেতা হলেন- হরিণাকুন্ডু উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ শরীফুল ইসলাম শরীফ ও হরিনাকুন্ডু পৌর মেয়র শাহিনুর রহমান রিন্টু।

জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আছাদুজ্জামান আসাদ প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন, হরিণাকুন্ডু পৌরসভায় আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ফারুক হোসেনের বিপক্ষে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান, হরিণাকুন্ডু উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ শরীফুল ইসলাম শরীফ ও হরিনাকুন্ডু পৌর মেয়র শাহিনুর রহমান রিন্টু নির্বাচন করছেন। এমনকি দল মনোনীত প্রার্থীর বিপক্ষে মানববন্ধন, উষ্কানিমূলক বক্তব্য ও উপজেলা আওয়ামী লীগের অফিসে বসে দলীয় নেতাকর্মীদের নৌকার বিপক্ষে ভোট করতে উদ্ববুদ্ধ করেছেন তারা। 

ঘটনাটি নিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফারুক হোসেন কেন্দ্রীয় আওয়ামী লীগের কাছে একটি অভিযোগ দায়ের করেন। কেন্দ্রীয় আওয়ামী লীগ বিষয়টি জেলা আওয়ামী লীগকে তদন্তের নির্দেশ দেন। এরপর জেলা আওয়ামী লীগ তদন্তের জন্য গঠিত হরিনাকুন্ডু পৌর নির্বাচন পরিচালনা কমিটি উপর দেন। তারা তদন্তে ঘটনাটির সত্যতা পান। শনিবার বিকালে কেন্দ্রের নিদের্শে জেলা আওয়ামী লীগ তাদেরকে সাময়িক বহিস্কার করে। 

তবে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের কথা বহিষ্কৃত ৩ নেতা অস্বীকার করে জানান, এমন কোন ঘটনা ঘটেনি। এটি রাজনৈতিক ষড়যন্ত্র। 


বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর