শিরোনাম
৬ জুন, ২০২৩ ১৬:৪৮

বৃক্ষরোপণে জাতীয় পদক পেল ডিএমপির উইমেন সাপোর্ট ডিভিশন

অনলাইন ডেস্ক

বৃক্ষরোপণে জাতীয় পদক পেল ডিএমপির উইমেন সাপোর্ট ডিভিশন

‘বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পদক ২০২১’ পেয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশন। ডিভিশনের পক্ষ থেকে প্রধান অতিথির কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন উপ-পুলিশ কমিশনার (ডিসি) হুমায়রা পারভীন। 

বৃক্ষরোপণে বিশেষ কৃতিত্বের জন্য মোট সাত টি ক্যাটাগরিতে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে গতকাল সোমবার বিশ্ব পরিবেশ দিবসে এই পদক দেওয়া হয়। 'ঙ' ক্যাটাগরিতে বাড়ির ছাদে বাগান করার জন্য ডিএমপির উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশন প্রথম হয়। 

ডিভিশনের ছাদে দৃষ্টি নন্দন বাগানটিতে বিভিন্ন প্রজাতির ফুল, ফল, সবজি, ভেষজ উদ্ভিদ এবং বিলুপ্তপ্রায় ও দুষ্প্রাপ্য প্রায় চারশ’ প্রজাতির উদ্ভিদ রয়েছে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাসান মাহমুদ।


বিডি প্রতিদিন/নাজমুল 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর