বিএনপি নেতা নবীউল্লাহ নবী বলেন, ‘ঢাকা-৫ আসনে আওয়ামী লীগের কোনো সন্ত্রাসীর জায়গা হবে না। যেখানে সন্ত্রাস ও নৈরাজ্য হবে, সেখানেই প্রতিরোধ গড়ে তোলা হবে। বিএনপি একটি দেশপ্রেমিক ও গণতন্ত্রে বিশ্বাসী দল। দেশি-বিদেশি সকল ষড়যন্ত্র মোকাবেলায় বিএনপির নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে। যারা বাংলাদেশের বিজয়কে নস্যাৎ করতে চায় তাদের পরিণতি শুভ হবে না।’
আজ শুক্রবার দুপুরে রাজধানীর ডেমরা থানার ৭০নং ওয়ার্ডে সন্ত্রাস, নৈরাজ্য ও চাঁদাবাজের বিরুদ্ধে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন।
নবীউল্লাহ নবী বলেন, ‘বাংলাদেশের এই অভ্যুত্থানকে নস্যাৎ করার জন্য, নতুন গঠিত অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার জন্য আওয়ামী দোসররা এখনো ষড়যন্ত্রের লিপ্ত। তারা নানারকম মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন প্রোপাগান্ডা চালাচ্ছে। আমার বিশ্বাস, বাংলাদেশের মানুষ এবং বিশ্ব জনমত তারা কেউ এসব বিশ্বাস করবেন না।’
নবীউল্লাহ নবী আরও বলেন, ‘আওয়ামী ফ্যাসিবাদী সরকারের বৈষম্যের বিরুদ্ধে ছাত্র-জনতার বিপ্লব ছিল গণতন্ত্র মুক্তির আন্দোলন। সে আন্দোলনে আওয়ামী সরকারের নির্দেশে গণহত্যা সংঘটিত হয়েছে। আমরা যদি গণহত্যার বিচার নিশ্চিত করতে না পারি তাহলে গণতন্ত্রের জন্য যারা জীবন বিলিয়ে দিয়েছেন সেসব শহীদ ছাত্র-জনতার আত্মা শান্তি পাবে না।’
এসময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য জামশেদুল আলম শ্যামল, ডেমরা থানা বিএনপির সদস্য সচিব প্রার্থী আনিসুজ্জামান, ডেমরা থানা বিএনপির সাবেক সদস্য সচিব আবুল হাশেম, ৭০নং ওয়ার্ডের সভাপতি গরীবুল্লাহ ও সদস্য সচিব আবু নোমান, সিনিয়র সহ সভাপতি আলমগীর সাউদ, ৬৮ নাম্বারওয়ার্ডের সভাপতি লিটন মেম্বারসহ অন্যান্য ওয়ার্ডের নেতকর্মী উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/নাজমুল