ভারতে বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলাকারীদের শাস্তি ও উভয় দেশের জণগণের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার দাবিতে বাম গণতান্ত্রিক জোট বরিশাল নগরীতে বিক্ষোভ করেছে।
বৃহস্পতিবার বিকেলে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে বিক্ষোভ করে তারা। বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন বাম গণতান্ত্রিক জোট বরিশাল জেলার সমন্বয়ক কমরেড শাহ আজিজ খোকন।
বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) বরিশাল জেলার সমন্বয়ক ডা. মনীষা চক্রবর্ত্তী, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) বরিশাল জেলার সভাপতি অধ্যাপক মিজানুর রহমান সেলিম, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ বরিশাল জেলার সদস্য অধ্যাপক জলিলুর রহমান ও অধ্যাপক বীরেন রায় প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, গত ১ ডিসেম্বর ভারতের আগরতলায় সহকারী হাইকমিশনে হামলা এবং জাতীয় পতাকা অবমাননার ন্যক্কারজনক ঘটনা ঘটে। এ ছাড়া কলকাতা ও বোম্বেতেও হাইকমিশনের সামনে পতাকা অবমাননা করা হয়।
জুলাই অভ্যুত্থানে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে ভারতের মিডিয়ায় বাংলাদেশের অভ্যুত্থানকে মৌলবাদী উত্থান হিসেবে চিহ্নিত করার অপচেষ্টা চালানো হচ্ছে। তারই ধারাবাহিকতায় ভারতে একটি উগ্রপন্থী গোষ্ঠী এই হামলা করে এবং ভারত সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বিদ্বেষমূলক মন্তব্য করে উভয় দেশে সাম্প্রদায়িক দাঙ্গা তৈরির চক্রান্ত চালাচ্ছে।
বক্তারা আরও বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ, যা মুক্তিযুদ্ধের মধ্য থেকে আমরা অর্জন করেছি। দেশের এই ক্রান্তিলগ্নে দেশের বিরুদ্ধে যারা চক্রান্ত করছে, তারা দেশ ও জনগণের শত্রু। জণগণকে কোনো রকম উসকানিতে পা না দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করার আহ্বান জানান তারা। সমাবেশ শেষে একটি মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
বিডি প্রতিদিন/এমআই