রাজধানীর হাতিরঝিল এলাকা পরিদর্শন করেছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম।
আজ সোমবার রাজউকের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এই পরিদর্শন অনুষ্ঠিত হয়। এই কার্যক্রমের উদ্দেশ্য রাজধানী ঢাকাকে আরও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তোলা।
পরিদর্শনকালে হাতিরঝিলের পরিচ্ছন্নতা কার্যক্রম ঘুরে দেখেন রাজউক চেয়ারম্যান এবং যত্রতত্র ছড়িয়ে থাকা আবর্জনা দ্রুত সরিয়ে ফেলতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন তিনি।
চেয়ারম্যান লক্ষ্য করেন- ওয়াকওয়ে ও ফুটপাতের পাশে বালু ও বালুর বস্তা রেখে জায়গা দখল করে রাখা হয়েছে, যা ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) বিভিন্ন উন্নয়নকাজের জন্য সংরক্ষিত। বিষয়টি আগেও অবহিত করা হলেও এখনো অপসারণ করা হয়নি।
বিষয়টি ডিএনসিসির প্রশাসক ও প্রধান নির্বাহী কর্মকর্তাকে পুনরায় অবহিত করেন রাজউক চেয়ারম্যান। ডিএনসিসির পক্ষ থেকে দ্রুত অপসারণের আশ্বাস দেওয়া হয়।
এছাড়াও উল্টো পথে চলা রিকশা ও অন্যান্য যানবাহনের চলাচল শৃঙ্খলায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন রাজউক চেয়ারম্যান। একই সঙ্গে তিনি হাতিরঝিলের পার্কগুলোতে বৃক্ষরোপণের মাধ্যমে সবুজায়ন বাড়াতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।
পরিদর্শনকালে হাতিরঝিল প্রকল্পের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ