রংপুরে মহানগর ইসলামী ছাত্রশিবির মানববন্ধন সমাবেশ করেছে। সোমবার দুপুরে রংপুর প্রেসক্লাবের সামনে জুলাই গণঅভ্যুত্থান, শাপলা চত্বরে হেফাজতের সমাবেশ ও পিলখানা ট্র্যাজেডিসহ সব হত্যাকাণ্ডের সুষ্ঠু ও দ্রুত বিচারের দাবিতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন মহানগর শিবিরের সভাপতি নুরুল হুদা, সেক্রেটারি আনিছুর রহমান,বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিবির সভাপতি সোহেল রানা, জেলা সেক্রেটারি হামিদুল ইসলাম, মহানগর প্রচার সম্পাদক আতিকুজ্জামান আতিক, কারমাইকেল কলেজ সভাপতি মেহেদী হাসান, রংপুর সরকারি কলেজ সভাপতি সামসুল ইসলাম প্রমুখ।
বক্তরা বলেন, জুলাই বিপ্লবের ৯ মাস পার হলেও বিচার দৃশ্যমান হয়নি। আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয়নি। বরং পতিত আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে। শাপলা, পিলখানা, জুলাই, ২৮ অক্টোবরসহ কোনও হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত এদেশে আওয়ামী লীগ ও তাদের দোসরদের পুনর্বাসন হবে না। এখন বিচারের দাবিতে আমাদেরকে আন্দোলন করতে হয়, এটা জুলাইয়ের শহীদ-আহত যোদ্ধাদের রক্তের ওপর দাঁড়িয়ে প্রতিষ্ঠিত সরকারের জন্য লজ্জার ব্যাপার।
অবিলম্বে বিচার করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে বক্তারা বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূসকে নিজে থেকে বলতে হবে সে বিচার করবে কি করবে না। জনগণ তার দিকে তাকিয়ে আছে।
মানববন্ধনে রংপুর মহানগর ইসলামী ছাত্রশিবিরের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আসা ছাত্রশিবিরের নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন।
বিডি প্রতিদিন/হিমেল