পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপনে প্রস্তুত হচ্ছে সারাদেশ। প্রতিবছরের মতো এবারও রাজধানীতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহে। জামাত শুরু হবে সকাল সাড়ে ৭টায়।
এই জামাতে ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক। সর্বস্তরের মানুষ এই প্রধান জামাতে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।
জাতীয় ঈদগাহে একসঙ্গে প্রায় ৩৫ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। প্রতিকূল আবহাওয়ার কারণে যদি জাতীয় ঈদগাহে নামাজ আদায় করা সম্ভব না হয়, তবে সকাল ৮টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।
বায়তুল মোকাররমে পাঁচটি জামাত
এবারও বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পাঁচটি জামাতের ব্যবস্থা করা হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, জামাতগুলো অনুষ্ঠিত হবে যথাক্রমে সকাল ৭টা, ৮টা, ৯টা, ১০টা এবং ১০টা ৪৫ মিনিটে।
প্রথম জামাতে ইমামতি করবেন তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার অধ্যক্ষ খলিলুর রহমান মাদানী। পরবর্তী জামাতগুলোতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির মাওলানা আবু সালেহ পাটোয়ারী, অনুবাদ ও সংকলন বিভাগের সম্পাদক মুশতাক আহমদ, মুফতি মো. আব্দুল্লাহ এবং দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের ভাষা শিক্ষক মাওলানা মোহাম্মদ নূর উদ্দীন।
বিডি প্রতিদিন/এমআই