যুবলীগ নেতা, বগুড়া পৌরসভার সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা এ্যাডভোকেট মাহবুব আলম শাহীন হত্যা মামলার প্রধান আসামি আমিনুল ইসলামকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শনিবার (১৯ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে রাজধানী ঢাকার গুলশান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আমিনুল ইসলাম বগুড়া শহরের নিশিন্দারা এলাকার মৃত আব্দুল লতিফ মন্ডলের ছেলে।
এছাড়াও আমিনুল ইসলাম বগুড়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। পাশাপাশি জেলা বাস-মিনিবাস ও কোচ পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক ছিলেন। তিনি যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত এবং ঢাকা-উত্তরবঙ্গ রুটে চলাচলকারী শাহ ফতেহ আলী পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক।
বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান জানান, গ্রেফতার আমিনুল ইসলামের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৯টিসহ ২১টির বেশি মামলা রয়েছে। এর মধ্যে সদর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শাহীন হত্যা মামলার প্রধান আসামি তিনি। এছাড়া অপহরণ, চাঁদাবাজি, মারামারি, বিস্ফোরক ও দুর্নীতি দমন কমিশনের মামলা রয়েছে তার বিরুদ্ধে। এসব মামলা আদালতে বিচারাধীন।
তিনি আরও বলেন, আমিনুল দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৯ জুলাই) সকালে তাকে গুলশান থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বগুড়া পৌরসভার ১৫নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও শহর যুবদলের সাবেক সভাপতি মাসুদ রানা জানান, আমিনুল এর আগে পুরাতন মোটরপার্টস বিক্রি করতো। পরে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে তার ভাগ্য বদলে যায়। ক্ষমতার দাপটে তিনি দখলদারি, চাঁদাচাজি করে অবৈধ সম্পাদ গড়ে তোলেন। তিনি শাহিন হত্যা মামলার প্রধান আসামি।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ