রাজধানীসহ সারাদেশে প্রতিদিন নানা কর্মসূচি পালন করে সরকারের বিভিন্ন দফতর, সংস্থা, বিভিন্ন রাজনৈতিক দল ও অনেক সংগঠন। বিভিন্ন কর্মসূচির কারণে স্থবির হয়ে পড়ে নানা সড়ক। যে কারণে রাজধানীতে প্রতিনিয়ত সড়কে বের হয়ে নানা ধরনের বিড়ম্বনায় পড়তে হয়।
তাই সকালে বের হওয়ার আগে আজ কোথায় কোন কর্মসূচি তা জেনে নেওয়া প্রয়োজন। রবিবার (২ নভেম্বর) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।
পরিবেশ উপদেষ্টার কর্মসূচি
সকাল ১০টা : আগারগাঁওয়ে পরিবেশ অধিদফতরে ‘গ্রিন বিল্ডিং বিষয়ক’ কর্মশালায় অংশ নেবেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
ডিএনসিসির কর্মসূচি
সকাল ১১টা : নগর ভবনে (ডিএনসিসি) ডেঙ্গু পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন।
জামায়াতের কর্মসূচি
দুপুর ২টা ৩০ মিনিট : ইনস্টিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের মাল্টিপারপাস হলে ‘২৮ অক্টোবর থেকে ৫ আগস্ট ফ্যাসিবাদের কালো থাবা ও আগামীর বাংলাদেশের চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ