রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে অবৈধ বাসিন্দা, স্থাপনা উচ্ছেদসহ চেকপোস্ট কার্যক্রম সুস্ঠভাবে পরিচালনার লক্ষ্য যৌথ পরিদর্শনে নেমেছে সিটি করপোরেশন ও ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
রবিবার (২ নভেম্বর) দুপুর ১২টার দিকে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে পরিদর্শন শুরু হয়। এসময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পুলিশের মোহাম্মদপুর জোনের এডিসি জুয়েল রানা, মোহাম্মদপুর থানার ওসি কাজী রফিক আহমেদ, ঢাকা উত্তর সিটি করপোরেশন, অঞ্চল-৫ এর উপসচিব সাদিকুর রহমান, নির্বাহী প্রকৌশলী, জেনেভা ক্যাম্পের প্রতিনিধি এবং স্থানীয় হাউজিং কর্তৃপক্ষের প্রতিনিধিরা।
পরিদর্শনকালে জেনেভা ক্যাম্পের ভেতরে ঘুরে ঘুরে স্থাপনা, চলাচল ও বসবাসের ব্যবস্থা এবং রাস্তা দখল করে অবৈধ দোকানগুলো পরিদর্শন করেন তারা।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ