রাজধানীর খিলগাঁওয়ে মোজাফফর আহমদ চৌধুরী লেনিন (৫১) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে খিলগাঁও ৬ নম্বর শান্তিপুর কালভার্ড রোডের পাশের খাল থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
খিলগাঁও থানার উপ পরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রিপল নাইনের মাধ্যমে খবর পেয়ে শান্তিপুর কালভার্ড রোডের পাশে খাল থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয় লাশটি। ঘটনাস্থলেই তার পরনের জামা কাপড় তল্লাশি করে পকেটে একটি এনআইডি কার্ড পাওয়া যায়। সেখান থেকে তার নাম জানা যায় মোজাফফর আহমেদ চৌধুরী লেনিন। বাবার নাম সেলিম চৌধুরী। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে, প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
তিনি আরও জানান, তার এনআইডিতে থাকা ঠিকানায় গিয়ে কোনও পরিচয় মেলেনি বা স্বজনের সন্ধান পাওয়া যায়নি। পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। কিভাবে তার মৃত্যু হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।
বিডি-প্রতিদিন/জামশেদ