বরিশাল নগরীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে একটি ফার্মা কোম্পানির ছাঁটাই হওয়া শ্রমিকরা। শনিবার রাত থেকে রবিবার রাত আটটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত শ্রমিকরা কারখানার সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। এ কারণে নগরীর অভ্যন্তরীণ ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে আশে-পাশের সড়কে যানজট সৃষ্টি হচ্ছে।
এর আগে গত ২৯ অক্টোবর দুপুরে ডাকযোগে কোম্পানির প্রায় পাঁচশ শ্রমিক-কর্মচারীকে একযোগে চাকরি অপসারণের নোটিশ দেয় প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। নোটিশ পাওয়ার দিন দুপুর থেকেই চাকরি হারানো শ্রমিকরা পুনর্বহালের দাবিতে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করে আসছে।
ওই ফার্মা লিমিটেডেটের শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রাকিব মিয়া ও শ্রমিক-কর্মচারী সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক ইমন আলী বলেন, কোনো প্রকার পূর্ব নোটিশ ছাড়াই সম্পূর্ণ অযৌক্তিকভাবে একযোগে পাঁচশ শ্রমিক-কর্মচারীকে ছাঁটাই করা হয়েছে। ছাঁটাই করার মতো কোনো পরিবেশ সৃষ্টি হয়নি।
ওই কোম্পানির এইচআর বিভাগের সাকেদুল ইসলাম বলেন, স্টেরিপ্যাক বিভাগের ৪৭০ জন শ্রমিককে অব্যাহতি দিয়ে ঢাকা হেড অফিস থেকে নোটিশ দিয়েছে। স্টেরিপ্যাক বিভাগটি কোম্পানির পক্ষে এখন আর উৎপাদন অব্যাহত রাখা সম্ভব নয়। যদি পুনরায় এটি চালু করা হয় তখন যাদের অব্যাহতি দেওয়া হয়েছে তাদের প্রাধান্য দেয়া হবে।
কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে কারখানার শ্রমিকরা দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। এ কারণে শহরের একাংশে যানজট সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে কোম্পানি কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা চলছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন