আসুন সুশৃঙ্খল জীবন যাপন করি, পরিবারকেও ডায়াবেটিস মুক্ত রাখি। এই স্লোগানকে সামনে রেখে আজ সকালে রাজধানীর উত্তরার ৪ নম্বর সেক্টর পার্কে উত্তরা ইয়োগা সোসাইটির উদ্যোগে ‘ডায়াবেটিস নিরাময়ে ইয়োগা চর্চার উপকারিতা বিষয়ক’ এক আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত আইজিপি গাজী জসীম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক এ. কে. এম. মনজুরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উত্তরা কল্যাণ সমিতি সেক্টর-৪ এর সভাপতি মেজর (অব.) আনিসুর রহমান।
প্রধান আলোচক ছিলেন ন্যাচারাল মেডিসিন ও বয়স্ক রোগ বিশেষজ্ঞ ডা. মো. আমান উল্লাহ। প্রোগ্রামের মূল আলোচ্য বিষয় ছিল ডায়াবেটিস নিরাময়ে প্রয়োজন ইয়োগা ও সুস্থ জীবনাচার।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন উত্তরা ইয়োগা সোসাইটির কার্যনির্বাহী সদস্য আবু শাহাদাত জাহিদ। অনুষ্ঠানটির অর্গানাইজার ছিলেন উত্তরা ইয়োগা সোসাইটির কার্যনির্বাহী সদস্য নাসির উদ্দিন তন্ময়।
উত্তরা ইয়োগা সোসাইটি সভাপতি মাসুদুর রহমান মল্লিক অনুষ্ঠানটি আয়োজন করেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন