১২ ডিসেম্বর, ২০১৮ ১১:১০

ঢাকায় অনস্ট্রিট গাড়ি পার্কিং চালু: কোথায় রাখা যাবে কয়টি গাড়ি?

অনলাইন ডেস্ক

ঢাকায় অনস্ট্রিট গাড়ি পার্কিং চালু: কোথায় রাখা যাবে কয়টি গাড়ি?

যানজটের নগরী ঢাকায় এবার চালু হলো ‘অনস্ট্রিট গাড়ি পার্কিং’ ব্যবস্থা। রাজধানীর নির্ধারিত স্থানে এখন থেকে রাস্তার ওপরই পার্কিং করা যাবে গাড়ি।

মহানগরীর যানজট নিরসনে এবং নগরবাসীর গাড়ি পার্কিংয়ের সুবিধার্থে এই ব্যবস্থা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

যেসব স্থানে গাড়ি পার্কিং করা যাবে এবং উল্লেখিত স্থানে কতটি গাড়ি পার্কিং করা যাবে এ নিয়ে সম্প্রতি ডিএমপি’র ট্রাফিক বিভাগ নির্ধারিত অনস্ট্রিট পার্কিং স্থানের একটি তালিকা প্রকাশ করেছে।

ট্রাফিক বিভাগ অনুযায়ী অনস্ট্রিট গাড়ি পার্কি স্থানের তালিকা ও কয়টি গাড়ি রাখা যাবে তা দেখতে ক্লিক করুন নিচের লিংকে:-

ডিএমপি’র ট্রাফিক উত্তর বিভাগ এলাকায় অনস্ট্রিট গাড়ি পার্কিংয়ের স্থান

ডিএমপি’র ট্রাফিক দক্ষিণ বিভাগ এলাকায় অনস্ট্রিট গাড়ি পার্কিংয়ের স্থান

ডিএমপি’র ট্রাফিক পূর্ব বিভাগ এলাকায় অনস্ট্রিট গাড়ি পার্কিংয়ের স্থান

ডিএমপি’র ট্রাফিক পশ্চিম বিভাগ এলাকায় অনস্ট্রিট গাড়ি পার্কিংয়ের স্থান

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর