১০ অক্টোবর, ২০২১ ১৯:৫১

বঞ্চিত শিশুদের মেধা কাজে লাগাতে পারলে অপরাধ প্রবণতা কমে যাবে

নিজস্ব প্রতিবেদক

বঞ্চিত শিশুদের মেধা কাজে লাগাতে পারলে অপরাধ প্রবণতা কমে যাবে

সমাজের দরিদ্র শিশুদের বঞ্চিত রেখে সমাজ এগিয়ে যেতে পারবে না। তাই বাংলাদেশের শিশুদের অধিকার রক্ষা ও সুস্থভাবে বেড়ে ওঠার ক্ষেত্রে তাদের মাঝে সচেতনতা সৃষ্টি জরুরি। রিফিউজি ক্যাম্প, বস্তিবাসী ও সমাজের সুবিধা বঞ্চিত শিশুদের মেধা, সাহস ও শ্রমশক্তিকে পরিকল্পিতভাবে কাজে লাগাতে পারলে সমাজে অপরাধ প্রবণতা কমে যাবে, তাদের গঠনমূলক কাজের মাধ্যমে সমাজ এগিয়ে যাবে।

জাতিসংঘের এফিলিয়েটেড সংগঠন ‘রিলিজিওন ফর পিস’ (আরএফপি) বাংলাদেশ চ্যাপ্টারের পক্ষ থেকে রাজধানীতে রবিবার আয়োজিত এক অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

‘রিলিজিওন ফর পিস’-এর ইউথ গ্রুপের কনভেনর নাদিয়া আফরীনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ চ্যাপ্টারের মহাসচিব প্রফেসর ড. এন এইচ এম আবু বকর, ভাইস প্রেসিডেন্ট আহমদ সেলিম রেজা, সদস্য টিটু বড়ুয়া, কাজল বড়ুয়া ও বিউটিশিয়ার মীম সাবিহা সাবরীন।

রাজধানীতে ‘পথের স্কুলের কার্যক্রম’-এ নিয়মিত অংশগ্রহণকারী শিশুরা বোর্ডে নিজেদের নাম লিখে, কবিতা আবৃত্তি করে ও গান গেয়ে অপরাধমুক্ত জীবন গঠন করার শপথ গ্রহণ করে।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর