শনিবার, ২২ জুন, ২০১৩ ০০:০০ টা
সাভার ট্র্যাজেডি

অদম্য সাদ্দাম মাস্টার্স পরীক্ষা দেবেন আজ

অদম্য সাদ্দাম  মাস্টার্স পরীক্ষা দেবেন আজ

সাদ্দাম হোসেন লস্কর, ডান হাত হারিয়েছেন রানা প্লাজা ট্র্যাজেডিতে। পায়ের রগের সমস্যার কারণে ঠিকমতো চলতেও পারেন না। পায়ের অপারেশনও করতে হয়েছে। এর পরও মাস্টার্স পরীক্ষা দেওয়া থেকে বিরত থাকতে চান না সাদ্দাম। ডান হাত ছাড়াই আজ অংশগ্রহণ করছেন মাস্টার্স ফাইনাল পরীক্ষায়। মনের অদম্য সাহসের জোরে রাইটার (শ্রুতি লেখক) নিয়েই পরীক্ষার টেবিলে বসতে যাচ্ছেন। তবে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এখনো লিখিত অনুমতি পাননি তিনি। পরীক্ষা নিয়ে সংশয়ে আছেন পরিবারের সদস্যরা। সাদ্দাম বলেছেন, শেষ পর্যন্ত অনুমতি না পেলেও পরীক্ষায় অংশ নেব। প্রয়োজনে শুধু স্বাক্ষর করে সাদা খাতা জমা দিয়ে হলেও পরীক্ষায় অংশ নেবেন তিনি।

রানা প্লাজা ধসে পাশের বিল্ডিংয়ে পড়লে বিম পড়ে ডান হাত নষ্ট হয়ে যায় সাদ্দাম হোসেনের। পায়ে আঘাত পেয়ে ঠিকমতো হাঁটতে পারেন না তিনি। ১৭ জুন পায়ের অপারেশন করতে হয় রগের সমস্যার কারণে। দীর্ঘদিন ধরে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। কিন্তু প্রচণ্ড মানসিক শক্তি নিয়েও একজন প্রতিনিধির সাহায্য নিয়ে পরীক্ষা দিতে চান সাদ্দাম। এ্যাপোলোতে চিকিৎসা নেওয়ার পর তিনি গত বৃহস্পতিবার সাভার সিআরপিতে ভর্তি হয়েছেন। শারীরিক অসুস্থতার কারণে গত বুধবার প্রধানমন্ত্রীর তহবিল থেকে ১২ লাখ টাকার পারিবারিক সঞ্চয়পত্র পেয়েছেন। সাদ্দাম রানা প্লাজার পাশের বিল্ডিংয়ে নেসলে বাংলাদেশে সেলস এঙ্িিকউটিভ হিসেবে কাজ করতেন। কাজ করা অবস্থায় তিনি আহত হন। সাদ্দাম টাঙ্গাইল জেলার মির্জাপুরের মসদই গ্রামের বাসিন্দা। তিনি টঙ্গী সরকারি কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী। টাঙ্গাইলের বদরে আলম ডিগ্রি কলেজে পরীক্ষা কেন্দ্র তার। পরীক্ষা রোল ০১৬৩০১২। রেজিস্ট্রেশন নম্বর ০৯৩৩৭৩৪৪। এ বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামান বলেন, আমি বিষয়টি জানি না। তবে এ ধরনের সমস্যা হলে শ্রুতি লেখক নিয়ে পরীক্ষা দিতে পারবে। এদিকে আজ থেকে সাদ্দামের পরীক্ষা শুরু হলেও পরীক্ষা দিতে পারবে কিনা তা নিয়ে সংশয়ে আছে সাদ্দামের পরিবার।

 

 

সর্বশেষ খবর