শনিবার, ২২ জুন, ২০১৩ ০০:০০ টা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

শিক্ষকদের আন্দোলনে পণ্ড সিনেট অধিবেশন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতির আন্দোলনের মুখে সিনেট অধিবেশন করতে পারেননি উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেন। গতকাল উপাচার্যের ডাকা পূর্বনির্ধারিত সিনেট সভা স্থগিত করতে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে অবস্থান ধর্মঘট পালন করে শিক্ষক সমিতি। উপাচার্যকে অবাঞ্ছিত ঘোষণা করার পর গতকাল বেলা ২টা থেকে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে সেখানেই অবস্থান নেন শিক্ষকরা। বিকাল ৫টায় উপাচার্যসহ অন্য সিনেট সদস্যরা পূর্বনির্ধারিত সিনেট অধিবেশনের জন্য প্রশাসনিক ভবনে প্রবেশ করতে চাইলে সেখানে আন্দোলনকারী শিক্ষকদের বাধার মুখে পড়েন। এ সময় আন্দোলনকারী শিক্ষক সমিতির শিক্ষকদের সঙ্গে সিনেট সদস্যদের বাকবিতণ্ডা হয়। পরে উপাচার্য সিনেট সদস্যদের নিয়ে অডিটরিয়ামের সেমিনার কক্ষে মতবিনিময় সভা করেন। সভা শেষে এক সংবাদ সম্মেলনে দুঃখ প্রকাশ করে উপাচার্য বলেন, শিক্ষকদের বাধার মুখে সিনেট অধিবেশন সম্ভব হয়নি। তবে পরে আবার সিনেট সভা আহ্বান করা হবে। এ সময় তিনি স্বপ্নের জাহাঙ্গীরনগর গড়তে শিক্ষকদের সহযোগিতা কামনা করেন।

এদিকে শিক্ষক সমিতির সভাপতি অজিত কুমার মজুমদার বলেছেন, উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত তাকে কোনো প্রশাসনিক কাজ করতে দেওয়া হবে না এবং সেই সঙ্গে সব প্রশাসনিক কর্মকাণ্ড বন্ধ থাকবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর