শনিবার, ২২ জুন, ২০১৩ ০০:০০ টা

সিলেট নগরীতে ৩০ ট্রাক ভাঙচুর

রাত ৯টার আগে সিলেট নগরীতে ট্রাক প্রবেশের প্রতিবাদে অন্তত ৩০টি ট্রাক ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা। গতকাল রাত ৮টায় নগরীর পাঠানটুলা, সুবিদবাজার ও মদিনা মার্কেট এলাকায় এ ভাঙচুর চালানো হয়। স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার রাতে ট্রাকচাপায় পাঠানটুলায় সিএনজি অটোরিকশার এক যাত্রী নিহত হন। এ সময় সড়ক অবরোধ করে এলাকাবাসী রাত ৯টায় নগরীতে ট্রাক চলাচলের দাবি জানায়। পুলিশ প্রশাসনও এতে সম্মতি দেয়। কিন্তু এর পর দিন বৃহস্পতিবার বিকাল থেকে পুনরায় নগরীতে ট্রাক প্রবেশ শুরু করলে পাঠানটুলায় স্থানীয় লোকজন সড়ক অবরোধ করে। বিকাল সাড়ে ৪টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে।

কোতোয়ালি থানার ওসি আতাউর রহমান জানান, এলাকাবাসীর দাবি না মেনে ট্রাক চলাচল করায় গতকাল রাতে একদল লোক অতর্কিত হামলা চালিয়ে সিলেট-সুনামগঞ্জ সড়কে চলাচলকারী অন্তত ৩০টি ট্রাক ভাঙচুর করে পালিয়ে যায়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর