শনিবার, ২২ জুন, ২০১৩ ০০:০০ টা

দেশ ক্রমেই অশান্তির দিকে যাচ্ছে

ইসলামী আন্দোলন

ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগর সভাপতি অধ্যাপক হাফেজ মাওলানা এ টি এম হেমায়েত উদ্দীন বলেছেন, দেশের সার্বিক পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। দেশ ক্রমেই অশান্তির দিকে যাচ্ছে। সরকার ও বিরোধী দল যেভাবে মুখোমুখি অবস্থান নিয়েছে, তাতে মনে হয় দেশ এক গভীর অন্ধকারে নিমজ্জিত হতে চলেছে। ক্ষমতার দ্বন্দ্বে জনগণের মাঝে সর্বত্র আতঙ্ক বিরাজ করছে। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন গণমানুষের দাবিতে পরিণত হয়েছে। তিনি বলেন, তত্ত্বাবধায়ক ছাড়া নির্বাচন দিলে দেশবাসী মেনে নেবে না। এ ইস্যুতে কোনোরকম টালবাহানা সহ্য করা হবে না। অবিলম্বে সংসদে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল করে যথাসময়ে নির্বাচনের দাবি জানান তিনি। গতকাল দলের ঢাকা মহানগর শাখা আয়োজিত এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন তিনি। আরও বক্তব্য দেন আবু সাঈদ সিদ্দিকী, অধ্যাপক ফজলুল হক মৃধা, এইচ এম সাইফুল ইসলাম, মুহাম্মদ নুরুজ্জামান সরকার, মাওলানা আবুল কালাম আজাদ, মুহাম্মাদ মোশাররফ হোসেন প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর