শনিবার, ২২ জুন, ২০১৩ ০০:০০ টা
ইসলামী বিশ্ববিদ্যালয়ের

ডরমেটরি নির্মাণে অনিয়ম তদন্তে কমিটি

ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য দ্বিতীয় ডরমেটরি নির্মাণে অনিয়ম খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করেছে প্রশাসন। একই সঙ্গে নির্মাণ কাজ সঠিকভাবে তদারকি না করায় দায়িত্বে অবহেলার অভিযোগে প্রধান প্রকৌশলী মকবুল হোসাইনকে কারণ দর্শানোর নোটিস দিয়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় ভিজিল্যান্স টিমের সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ডরমেটরির নির্মাণ কাজে নিম্নমানের রড ব্যবহার ও সিমেন্ট-বালুর মান এবং মিশ্রণে কারচুপি করা হয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. আফজাল হোসেনের সভাপতিত্বে ৭৪তম ভিজিল্যান্স টিমের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দ্বিতীয় ডরমেটরি নির্মাণে অনিয়মের প্রমাণ মেলে। এ সময় দায়িত্বে অবহেলা ও সঠিকভাবে তদারকি না করায় বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী মকবুল হোসেনকে কারণ দর্শানোর নোটিস দেওয়ার সিদ্ধান্ত হয়। এসব অনিয়ম তদন্তে মুসলিম আইন ও শরিয়াহ অনুষদের ডিন শাহজাহান মণ্ডলকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। আগামী ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এ বিষয়ে ভিসি প্রফেসর ড. আবদুল হাকিম সরকার বলেন, কমিটির প্রতিবেদনের ওপর ভিত্তি করে ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর