শনিবার, ২২ জুন, ২০১৩ ০০:০০ টা

শ্রমিক ধর্মঘটে কর্ণফুলীর ঘাটে পণ্য খালাস বন্ধ

শ্রমিক ধর্মঘটে কর্ণফুলীর ঘাটে পণ্য খালাস বন্ধ
অভ্যন্তরীণ বিরোধের জের ধরে হামলার প্রতিবাদে চট্টগ্রামের কর্ণফুলী নদীর ১৬টি ঘাটে লাইটারেজ জাহাজ থেকে পণ্য খালাস বন্ধ করে দিয়েছেন শ্রমিকরা।
আজ সকাল ৮টা থেকে তারা কাজ বন্ধ করে দিয়ে বিভিন্ন ঘাটে মিছিল করছেন। হামলার সঙ্গে জড়িতরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত এ ধর্মঘট চলবে বলে জানিয়েছেন ধমঘটী শ্রমিকরা।
চট্টগ্রাম ঘাট-গুদাম শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল খালেক মাঝি বলেন, ‘শুক্রবার বিকেলে কয়েকজন দুর্বৃত্তের হামলায় আমাদের নেতা মো.সুমন গুরুতর আহত হয়েছেন। তিনি এখন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতোলে চিকিত্সাধীন আছেন। এর প্রতিবাদে আজ (শনিবার) আমরা কেউ জাহাজে যাচ্ছিনা।’
তিনি বলেন, ‘প্রশাসনের কাছে আমরা অবিলম্বে ঘটনার জন্য দায়ী দুর্বৃত্তদের গ্রেপ্তারের দাবি জানিয়েছি। গ্রেপ্তার না হওয়া পর্যন্ত কাজে যোগদান না করার সিদ্ধান্ত আমাদের আছে।’
‌আব্দুল খালেক মাঝি দাবি করেন, তাদের প্রতিপক্ষ ঘাট-গুদাম শ্রমিক নেতা আলমগীর শরীফ এবং তার অনুসারীরা সাংগঠনিক বিরোধের জের ধরে সুমনের উপর হামলা চালিয়েছে।

লাইটারেজ জাহাজ চলাচল নিয়ন্ত্রণকারী সংস্থা ওয়াটার ট্রান্সপোর্ট কো-অর্ডিনেশন সেলের (ডব্লিউটিসি) নির্বাহী পরিচালম মাহবুব রশীদ বলেন, ‘ঘাট শ্রমিকদের ধর্মঘটের কারণে আপাতত লাইটারেজ জাহাজ থেকে পণ্য খালাস বন্ধ আছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।’

সর্বশেষ খবর