রবিবার, ১৪ জুলাই, ২০১৩ ০০:০০ টা

প্রাইম লাইফ ইন্স্যুরেন্সের কোটি টাকা নিয়ে ক্যাশিয়ার লাপাত্তা

চট্টগ্রামে গ্রাহকদের কোটি টাকা নিয়ে লাপাত্তা প্রাইম ইসলামী লাইফ ইনস্যুরেন্সের ক্যাশিয়ার। অডিটে ধরা পড়েছে এই চাঞ্চল্যকর তথ্য। এর আগে খোদ ঢাকার প্রধান কার্যালয়ের ক্যাশ থেকে ৪২ লাখ টাকা উধাও হয়েছে। ঢাকা জোন-১ থেকে উধাও হয়েছে ৮১ লাখ টাকা। উপর্যুপরি এমন আত্দসাতের ঘটনায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে গ্রাহকদের মাঝে। জানা গেছে, চট্টগ্রামের আগ্রাবাদ অফিসের ক্যাশিয়ার কামরুল হাসান রনি গত বছরের নভেম্বর থেকে গত প্রায় ১০ দিন আগ পর্যন্ত প্রিমিয়াম ও রেনুয়াল বাবদ উত্তোলিত প্রায় কোটি টাকা নিয়ে পলাতক রয়েছেন। উত্তোলিত টাকা তিনি একটি ব্রোকার হাউসে বিনিয়োগ করেছেন। ক্যাশিয়ারের এমন তৎপরতায় অফিসটির ইনচার্জ ও বিভাগীয় প্রধানের কোনো যোগসূত্র রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। চট্টগ্রামে এসে কাজ করছে অডিট টিম। এ প্রসঙ্গে অডিট ইনচার্জ শিবি্বর হোসেন মুঠোফোনে বাংলাদেশ প্রতিদিনকে জানান, ক্যাশিয়ার একটি ব্রাঞ্চ অফিসের নামে টাকা তুলে লাপাত্তা হয়েছেন। প্রায় ৮ মাসেও তার এমন দুর্নীতি কেন ঊধর্্বতনরা খতিয়ে দেখেননি- জানতে চাইলে অডিট ইনচার্জ কোনো সদুত্তর দিতে পারেননি। এদিকে প্রাইম ইসলামী ইন্স্যুরেন্স-এর চিফ ফাইন্যান্স অফিসার রফিক আহমদ অভিযুক্ত ক্যাশিয়ার পলাতক থাকার কথা স্বীকার করে বলেন, শুক্রবার এ ব্যাপারে মীমাংসা হয়েছে। অভিযুক্ত ক্যাশিয়ার ব্রোকার হাউসে বিনিয়োগ করা টাকার মধ্যে প্রায় ১৮ লাখ টাকা ফেরত দিতে রাজি হয়েছেন। খুলনার বাগেরহাটে ক্যাশিয়ারের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। তবে তার বাবা, মা, চাচা ও গ্যারেন্টারের জিম্মাদার হয়েছেন।

সর্বশেষ খবর