রবিবার, ১৪ জুলাই, ২০১৩ ০০:০০ টা

ভিসির বাসভবনে ককটেল বিস্ফোরণ

ভিসির বাসভবনে ককটেল বিস্ফোরণ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে চাকরির দাবিতে ভিসিকে অবরুদ্ধ করে রাখার একদিন পরেই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। চাকরিপ্রত্যাশীরা ভিসির বাসভবনের সামনে চারটি ককটেল বিস্ফোরণ ঘটায়। শুক্রবার রাত ১০ টায় এ ঘটনা ঘটে। চাকরিপ্রত্যাশীরাই এ ঘটনা ঘটিয়েছে বলে তারা মোবাইলে মেসেজ পাঠিয়ে স্বীকার করেছে। সূত্র জানায়, শুক্রবার রাত ১১টায় ভিসি প্রফেসর ড. আবদুল হাকিমের বাসভবনের সামনে বিকট শব্দে চারটি ককটেল বিস্ফোরণ ঘটে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এদিকে ঘটনার ১৫ মিনিট পরেই ০১৯৮৬৪৫৬১৫৭ নম্বর থেকে সাংবাদিকদের মোবাইলে মেসেজ পাঠিয়ে ঘটনার সঙ্গে চাকরিপ্রার্থীরা জড়িত বলে স্বীকার করা হয়। মেসেজে উল্লেখ করা হয়- 'ভিসি চাকরি দেওয়ার কথা বলে ৮ লাখ টাকা নিয়েছে। এখন চাকরি দিচ্ছে না। আজ ককটেল মারলাম, আগামী দিন বাসভবন উড়িয়ে দেব'। ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল গাজী ইমাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন। বলেন, আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম, কিছু আলামতও সংগ্রহ করেছি।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর