রবিবার, ১৪ জুলাই, ২০১৩ ০০:০০ টা
লন্ডনে মানবাধিকার সেমিনার

যোগ দিচ্ছেন আওয়ামী লীগ বিএনপির প্রভাবশালী নেতারা

লন্ডনে মানবাধিকার বিষয়ক এক সেমিনারে যোগ দিচ্ছেন আওয়ামী লীগ ও বিএনপির প্রভাবশালী এক ডজন নেতা। আগামী ১৭ জুলাই লন্ডনের হাউস অব লর্ডসে বাংলাদেশ ফোরাম আয়োজিত 'হিউম্যান রাইটস অ্যান্ড ডেমোক্রেসি অব বাংলাদেশ' শীর্ষক সেমিনারে তাদের বক্তব্য দেওয়ার কথা রয়েছে। জানা গেছে, ক্ষমতাসীন দলের নেতাদের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা গওহর রিজভী, মসিউর রহমান, অ্যাডভোকেট আবদুল মতিন খসরু এমপি, অ্যাডভোকেট তারানা হালিম এমপি প্রমুখ এতে অংশ নেবেন। অন্যদিকে বিএনপি নেতাদের মধ্যে ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, আমীর খসরু মাহমুদ চৌধুরী, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম প্রমুখ এতে অংশ নেবেন। সেমিনার শেষে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গেও মির্জা ফখরুলের সাক্ষাৎ হতে পারে। বৈঠকের সত্যতা স্বীকার করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়েই মূলত ওই সেমিনার। সেখানে তারা দেশের সার্বিক মানবাধিকার পরিস্থিতি নিয়ে কথা বলবেন। আগামীকাল কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি লন্ডনের উদ্দেশে রওনা হবেন বলে জানান। ১৯ জুলাই তার দেশে ফেরার কথা রয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর