রবিবার, ১৪ জুলাই, ২০১৩ ০০:০০ টা

ঢাকার রাস্তায় ৮৮ এসি বাস

রমজান ও আসন্ন ঈদুল ফিতরে রাজধানীর নাগরিকদের যাত্রীসেবার মান বাড়াতে নতুন ৮৮টি শীতাতপ নিয়ন্ত্রিত বাস নামানো হয়েছে। এসব বাস রাজধানীর বিভিন্ন রুটে চলাচল করবে। এতে রমজানে এবং ঈদে নগরবাসীর ভোগান্তি সহনীয় মাত্রায় আনা সম্ভব হবে। যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের জানান, রবিবার (আজ) থেকে ৩০টি বাস রাজধানীর বিভিন্ন রুটে যাতায়াত করবে। ঈদের আগেই সব বাস চালু করা হবে। বাসগুলো চলাচলের রুট এবং ভাড়া বাস মালিক সমিতির সঙ্গে আলোচনা করে ঠিক করা হবে। গতকাল রাজধানীর ফার্মগেট বাসস্ট্যান্ডে বিআরটিসির শীতাতপ নিয়ন্ত্রিত বাসের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন যোগাযোগ মন্ত্রী। মন্ত্রী জানান, এসব এসি বাস ভারত থেকে আমদানি করা। ৪০ সিটের নতুন এই বাসের প্রতিটির মূল্য পড়েছে ৬৮ লাখ টাকা। এ বাসগুলো আরামদায়ক এবং টেকসই। ওবায়দুল কাদের বলেন, ২০১০ সালে কেনা অকেজো বাসগুলো বদলে দেওয়া হবে। এ ছাড়াও যানবাহন সংকট কমাতে আগামী সেপ্টেম্বর থেকে চলাচলের জন্য ২৫০টি ট্যাঙ্ িক্যাবের ছাড়পত্র দেওয়া হচ্ছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর