রবিবার, ১৪ জুলাই, ২০১৩ ০০:০০ টা

মঞ্চস্থ হলো প্রেম দ্রোহ নারী

মঞ্চস্থ হলো প্রেম দ্রোহ নারী

গতকাল সন্ধ্যায় জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চস্থ হয়েছে প্রাঙ্গণে মোর নাট্যদলের প্রেম দ্রোহ নারী। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আলেয়া গীতিনাট্য অবলম্বনে নাটকটির নির্দেশনায় ছিলেন রামিজ রাজু।

নিম্নবর্গের ইতিহাস, পুনর্বিচারের রূপরেখা শীর্ষক বক্তৃতানুষ্ঠান : বাংলা একাডেমীর আয়োজনে অনুষ্ঠিত হয়েছে 'নিম্নবর্গের ইতিহাস : পুনর্বিচারের রূপরেখা শীর্ষক একক বক্তৃতানুষ্ঠান। গতকাল সকালে একাডেমীর কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে অনুষ্ঠিত এই বক্তৃতানুষ্ঠানে একক বক্তৃতা করেন প্রখ্যাত ইতিহাসবিদ ও গবেষক গৌতম ভদ্র। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান। একডেমীর সভাপতি ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, ভাষা-সংগ্রামী আহমদ রফিক, কমরেড অজয় রায়, কবি বেলাল চৌধুরী, অধ্যাপক পারভীন হাসান, কথাশিল্পী সেলিনা হোসেন, কবি সাংবাদিক আবুল মোমেন, অধ্যাপক মুনতাসীর মামুন, অধ্যাপক এম এম আকাশ, সংস্কৃতি সচিব রণজিৎ কুমার বিশ্বাস এবং শিক্ষা সচিব কামাল চৌধুরী প্রমুখ। একক বক্তৃতায় গৌতম ভদ্র বলেন, নিম্নবর্গ একটি সম্পর্কের নাম। ক্ষমতাবিন্যাসের নানা ধরন উচ্চ এবং নিম্ন উভয় বর্গকে নির্ধারণ করে। সভাপতির ভাষণে অধ্যাপক আনিসুজ্জামান বলেন, নিম্নবর্গের ইতিহাস আমাদের সামগ্রিক ইতিহাসচর্চার ধারায় গুরুত্বপূর্ণ সংযোজন।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর