রবিবার, ১ সেপ্টেম্বর, ২০১৩ ০০:০০ টা

প্রকৌশলী কামরুল ইসলাম সিদ্দিকের মৃত্যুবার্ষিকী

প্রকৌশলী কামরুল ইসলাম সিদ্দিকের মৃত্যুবার্ষিকী

বাংলাদেশের গ্রামীণ অবকাঠামো উন্নয়নের রূপকার এলজিইডির প্রতিষ্ঠাতা প্রধান প্রকৌশলী, ইনিস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইইবি) প্রেসিডেন্ট ও সাবেক সচিব প্রকৌশলী কামরুল ইসলাম সিদ্দিকের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে তার নিজ জেলা কুষ্টিয়া ও ঢাকায় কিউআইএস মেমোরিয়াল ফাউন্ডেশন বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে। মুক্তিযোদ্ধা কামরুল ইসলাম সিদ্দিক ১৯৪৫ সালের ২০ জানুয়ারি কুষ্টিয়ায় জন্মগ্রহণ করেন। কৃষিচিন্তক প্রয়াত নূরুল ইসলাম সিদ্দিক ও রত্নগর্ভা মা বেগম হামিদা সিদ্দিকের দ্বিতীয় সন্তান সিদ্দিকের শৈশব ও শিক্ষাজীবনের প্রথম অধ্যায় কাটে লালন, রবীন্দ্রনাথ এবং মীর মশাররফ হোসেনের স্মৃতিধন্য কুষ্টিয়ায়। তিনি ১৯৬৬ সালে বুয়েট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি লাভ করেন। কামরুল ইসলাম সিদ্দিক ছিলেন স্বাপি্নক মানুষ। তিনি জানতেন, স্বপ্নকে কিভাবে জয় করতে হয়। কাজ করতেন জনগণ ও দেশের কল্যাণের জন্য। দেশের গ্রামীণ অর্থনীতি বদলে যাওয়ার আধুনিক রূপকার তিনি। তার এই বিশালত্বকে স্বীকার করতেই হবে। দেশটাই ছিল কামরুল ইসলাম সিদ্দিকের বুক জুড়ে। অসহায় মানুষের পাশে দাঁড়াতেন। আর্তমানবতার সেবায় কাজ করতেন। সারা দেশ চষে বেড়াতেন। সব সময় চিন্তা-চেতনায় লুকিয়ে ছিল বাংলাদেশ। তিনি আজীবন যোদ্ধা ছিলেন। একাত্তর সালে দেশের জন্য অস্ত্র তুলে নেন কাঁধে। এরপর স্বাধীন দেশে সংগ্রাম শুরু করেন উন্নয়নের। গ্রামীণ অবকাঠামোর আধুনিক রূপকার হিসেবে ভাবা হয় তাকে। তার তুলনা তিনি নিজেই।
 

সর্বশেষ খবর