রবিবার, ১ সেপ্টেম্বর, ২০১৩ ০০:০০ টা

অধ্যক্ষের বাসায় ডাকাতি ২০ লাখ টাকা লুট

খুলনা কলেজিয়েট গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হাসনা বানুর বাসায় শুক্রবার গভীর রাতে ডাকাতি হয়েছে। ডাকাতরা অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালঙ্কারসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল নিয়ে যায়। জানা যায়, খুলনা মহানগর পুলিশের সদর দফতরের কাছে বটিয়াঘাটা উপজেলার চেয়ারম্যান আশরাফুল আলম খানের বাড়ির দ্বিতীয় তলায় ভাড়া থাকেন অধ্যক্ষ হাসনা বানু। শুক্রবার রাত সাড়ে তিনটার দিকে জানালার গ্রিল কেটে ৩ ডাকাত ঘরে ঢুকে অধ্যক্ষ হাসনা বানুকে বেঁধে ফেলে। ডাকাতরা এ সময় ঘরের আলমারি থেকে ২ লাখ টাকা, ২০ ভরি স্বর্ণালঙ্কার, একটি ল্যাপটপ, মোবাইল সেট, ৪০০ ডলার লুট করে পালিয়ে যায়। ঘটনার সময় হাসনা বানু বাসায় একা ছিলেন। গতকাল সকালে খবর পেয়ে খুলনা সদর থানা ও মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। হাসনা বানু সাংবাদিকদের বলেন, ঘটনার সময় ঘরের মধ্যে তিনজন অস্ত্রধারী যুবক প্রবেশ করেছে। বাইরে কেউ ছিল কিনা তা দেখতে পাইনি।
খুলনা সদর থানার ওসি শাহাবুদ্দিন আজাদ বলেন, অস্ত্রধারী তিনজন ঘরে প্রবেশ করে মালামাল লুট করেছে। ঘটনাটি ডাকাতি নয় দস্যুতা। লুটকারীদের গ্রেফতার ও মালামাল উদ্ধারে চেষ্টা চলছে।

সর্বশেষ খবর