রবিবার, ১ সেপ্টেম্বর, ২০১৩ ০০:০০ টা

বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : স্পিকার

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ফাঁসির মঞ্চে দাঁড়িয়েও বঙ্গবন্ধু অন্যায়ের সঙ্গে আপস করেননি। শোষণমুক্ত সমাজ বিনির্মাণের স্বপ্ন দেখেছিলেন তিনি। দারিদ্র্যমুক্ত উন্নত জাতি গঠন করে বঙ্গবন্ধুর সে স্বপ্ন বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। 
রাজধানীর জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে গতকাল গোপালগঞ্জ জেলা সমিতি আয়োজিত 'বঙ্গবন্ধু ও বাংলাদেশ' শীর্ষক আলোচনা সভায় স্পিকার এ আহ্বান জানান। অনুষ্ঠানে 'বঙ্গবন্ধু ও বাংলাদেশ' শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন জনতা ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল বারকাত।
গোপালগঞ্জ জেলা সমিতির সভাপতি শেখ কবির হোসেনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী, এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মো. আবু কাওছার, সাবেক সচিব শৈলেন চন্দ্র মজুমদার প্রমুখ।

সর্বশেষ খবর