বুধবার, ২০ নভেম্বর, ২০১৩ ০০:০০ টা

এসএসসির ফরম পূরণে অতিরিক্ত ফি আদায়

অভিযোগ করেও সদুত্তর পাচ্ছেন না অভিভাবকরা

আসন্ন এসএসসি পরীক্ষার ফরম পূরণে রাজধানীসহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নেওয়া হচ্ছে অতিরিক্ত ফি। শিক্ষা বোর্ড নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত ফি আদায় করায় শিক্ষার্থী এবং অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করেছেন। অভিভাবকরা শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষের অশোভন আচরণ এবং অতিরিক্ত ফি আদায়ের ব্যাপারে সংশ্লিষ্ট বিভাগে অভিযোগ করেও কোনো সদুত্তর পাচ্ছেন না।

শিক্ষার্থীরা জানিয়েছে, উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পরীক্ষার্থীদের কাছ থেকে ফরম পূরণ বাণিজ্যে ১০ হাজার ৯৫০ টাকা ও বিজ্ঞান বিভাগে ৯ হাজার ৮৯০ টাকা নেওয়া হচ্ছে। এ ছাড়াও মডেল টেস্ট বাবদ আরও ৬ হাজার টাকা নেওয়া হবে বলে জানা গেছে। এদিকে আমাদের জেলা প্রতিনিধিরা জানিয়েছেন, গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলায় এসএসসির ফরম পূরণে বোর্ড নির্ধারিত ফির তুলনায় তিন-চার গুণ বেশি টাকা আদায় করা হচ্ছে বলে অভিযোগ করেছেন অভিভাবকরা। উপজেলার ৩৪টি উচ্চ বিদ্যালয় ও ১০টি মাদ্রাসায় ফরম পূরণে ২ হাজার ৫০০ থেকে ৪ হাজার টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে। এ নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। নির্বাচনী পরীক্ষায় সব বিষয়ে পাস করা শিক্ষার্থীদের কাছ থেকে ২ হাজার ৫০০ টাকা, এক বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের থেকে ৩ থেকে সাড়ে ৩ হাজার টাকা এবং দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের থেকে সাড়ে ৩ হাজার থেকে ৪ হাজার টাকা আদায় করা হচ্ছে। বরগুনা জিলা স্কুল ও সরকারি বালিকা বিদ্যালয়ে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ পাওয়া গেছে। অভিভাবকদের অভিযোগ, কোনো রকম রসিদ ছাড়াই বিভিন্ন খাত দেখিয়ে নির্ধারিত ফির দ্বিগুণের বেশি অর্থ নেওয়া হচ্ছে। এ ছাড়া শিক্ষার্থীদের কাছ থেকে প্রতি মাসে সরকার নির্ধারিত বেতনের প্রায় ১৬ গুণ বেশি অর্থ আদায় করা হচ্ছে। বরগুনা জিলা স্কুলের শিক্ষার্থীদের ফরম পূরণ বাবদ ২ হাজার ৮০০ টাকা এবং বরগুনা সরকারি বালিকা বিদ্যালয়ে ২ হাজার ৯১৫ টাকা করে নেওয়া হয়। বরগুনা জিলা স্কুলের প্রধান শিক্ষক হাসিনা বেগম বলেন, বেশি অর্থ নেওয়ার প্রশ্নই আসে না। বরগুনার বেতাগী উপজেলার মাধ্যমিক বিদ্যালয়গুলোতে নির্ধারিত ফির সঙ্গে নানা খাতের নামে ২ হাজার ১০০ থেকে ২ হাজার ৮৫০ টাকা পর্যন্ত ফি আদায় করা হচ্ছে। বেতাগী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম কবির বলেন, অতিরিক্ত অর্থ আদায়ের বিষয়টি সত্য নয়। বিদ্যালয়ের উন্নয়ন খাতসহ বিভিন্ন খাতে টাকা নিচ্ছি। গাইবান্ধা জেলায় ৩২৪টি মাধ্যমিক বিদ্যালয় ও ১৯২টি দাখিল মাদ্রাসায় প্রতি পরীক্ষার্থীর কাছ থেকে সব বিভাগে প্রায় দুই হাজার টাকা ফি আদায় করা হচ্ছে। গাইবান্ধা জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজাহার আলী বলেন, এসএসসি পরীক্ষার ফরম পূরণে বিভিন্ন বিদ্যালয়ে অতিরিক্ত ফি আদায়ের বিষয়টি জেনেছি। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তাসলিমা বেগম বলেন, বোর্ডের নির্দেশ অমান্য করলে এবং নির্ধারিত ফির বাইরে ফি আদায়ের ব্যাপারে অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, অতিরিক্ত ফি আদায় করলে শিক্ষাপ্রতিষ্ঠানের সরকারি সুযোগ-সুবিধা বন্ধ করে দেওয়া হবে। শিক্ষার্থীদের জিম্মি করে অতিরিক্ত টাকা আদায় করা যাবে না।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর