শুক্রবার, ২২ নভেম্বর, ২০১৩ ০০:০০ টা

চাঁদাবাজি করতে গিয়ে পুলিশ আটক, পরে মুক্তি

সিলেটে মামলার ভয় দেখিয়ে ব্যবসায়ীকে তুলে নেওয়ার চেষ্টা করায় জনতার রোষানলে পড়েছেন এক পুলিশ কর্মকর্তা। পরে মাফ চেয়ে রক্ষা পান ওই কর্মকর্তা। গতকাল সন্ধ্যা ৬টায় সিলেট নগরীর তেররতন বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয় কাউন্সিলর সোহেল আহমদ রিপন ও সালেহা কবীর শেপি জানান, কয়েক দিন থেকে শাহপরাণ থানা পুলিশ তেররতন এলাকার ব্যবসায়ী ও স্থানীয় লোকজনকে মামলার কথা বলে ব্যবসা প্রতিষ্ঠান ও বাসা থেকে তুলে নেয়। পরে টাকা-পয়সা হাতিয়ে নিয়ে তাদের ছেড়ে দেয়। কয়েকদিন ধরে তেররতন বাজারের সুমাইয়া স্টোরের মালিক মো. আকবর আলীকে শাহপরাণ থানার এএসআই আমিনুল ইসলাম বিভিন্ন মামলায় আটকের ভয়ভীতি দেখাচ্ছিলেন। মামলা থেকে রেহাই পেতে হলে তার সঙ্গে দেখা করতে বলেন। কিন্তু আকবর এএসআই আমিনুলের সঙ্গে দেখা না করায় গতকাল সন্ধ্যায় বাজারে এসে তাকে তুলে নেওয়ার চেষ্টা করেন। এ সময় অন্যান্য ব্যবসায়ীরা এর প্রতিবাদ করেন এবং এএসআই আমিনুলকে আটকে রাখেন।

সর্বশেষ খবর