শুক্রবার, ২২ নভেম্বর, ২০১৩ ০০:০০ টা

চট্টগ্রামে বেপরোয়া ট্রেনের টিকিট কালোবাজারিরা

চাহিদাকে কাজে লাগিয়ে চট্টগ্রামে ট্রেনের টিকিট কালোবাজারিরা বেপরোয়া হয়ে উঠেছে। লাইনে দাঁড়িয়ে কাউন্টার থেকে কালোবাজারিরা কৌশলে টিকিট সংগ্রহ করে বিক্রি করছেন তিনগুণ বেশি দামে। এতে কয়েকজন বুকিং ক্লার্ক ও কর্মকর্তা জড়িত থাকার অভিযোগ উঠেছে। সরেজমিন জানা যায়, চট্টগ্রাম স্টেশনের বুকিং ক্লার্ক জসিম উদ্দিন, জহির উদ্দিন, পুরনো স্টেশনের মতিন, আরএনবির কনস্টেবল জসিম উদ্দিন, স্বপন, মেহেদী, পুলিশের নজরুল ও জিআরপির মুসলেম, মন্ত্রীর ভাতিজা পরিচয়ে ছাত্রলীগের মিঠু, লিটনসহ গনি হোটেলের নিচে পানের দোকানি হিরণ, রেয়াজউদ্দিন বাজারের রহমান, খলিল (লাল দাড়িওয়ালা) টিকিট কালোবাজারি করছেন। সূত্র জানায়, প্রশাসনের ঊধর্্বতন কর্মকর্তাদের কথা বলে টিকিট রেখে পরে কালোবাজারিদের কাছে বিক্রি করে দেন। জিআরপির 'ক্যাশিয়ার' টিকিট কালোবাজারে বিক্রি করছেন। চট্টগ্রামের জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াছিন ফারুক মজুমদার বলেন, ট্রেনের টিকিট কালোবাজারিরা বেপরোয়া হয়ে গেছে। কাউন্টারে টিকিট পাওয়া কঠিন হয়ে যাচ্ছে।

সর্বশেষ খবর