শুক্রবার, ২২ নভেম্বর, ২০১৩ ০০:০০ টা

\\\'সব দল ছাড়া নির্বাচন হলে দেশ ভয়াবহ সংকটে পড়বে\\\'

সব দলের অংশগ্রহণ ছাড়া নির্বাচন হলে আগামীতে দেশ ভয়াবহ সংকটের মধ্যে পড়ার আশঙ্কা করেছেন বিশিষ্ট শিক্ষাবিদরা। তাদের মতে, দেশে-বিদেশে আগামী সংসদ নির্বাচনকে গ্রহণযোগ্য করতে হলে প্রধান বিরোধী দলসহ সব রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। অন্যথায় নির্বাচন কারও কাছে গ্রহণযোগ্য হবে না। এতে নির্বাচনের কাজে শিক্ষক সমাজও সহযোগিতা করবে না। গতকাল জাতীয় প্রেসক্লাবে সচেতন শিক্ষক সমাজের ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। সম্মেলনে ঢাবির সাবেক উপাচার্য অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদ, অধ্যাপক ড. মনিরুজ্জামান মিঞা, অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার, অধ্যাপক ড. রওশন জিন্নাত আরা নাজনীন প্রমুখ বক্তব্য রাখেন। অধ্যাপক এমাজউদ্দীন আহমদ বলেন, আগামী সংসদ নির্বাচনে সব রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। প্রধান বিরোধী দল ছাড়া গুটিকয়েক দলকে নিয়ে নির্বাচন করলে তা কারও কাছে গ্রহণযোগ্য হবে না। এর পরিণাম হবে ভয়াবহ। সব দলের অংশগ্রহণের মাধ্যমে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সরকারের কাছে আহ্বান জানান তিনি।
অধ্যাপক রওশন জিন্নাত আরা নাজনীন বলেন, সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশ আজ ভয়াবহ সংকটের সম্মুখীন। সরকার ও বিরোধী দলের অনমনীয় মনোভাবের ফলে সংকট ঘনীভূত হচ্ছে। জনজীবন হয়ে পড়েছে সম্পূর্ণ নিরাপত্তাহীন। সরকার ও বিরোধী দলের অনড় অবস্থানে ভয়াবহ রক্তপাত ও গৃহযুদ্ধের আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। এ অবস্থায় আমরা শিক্ষকরাও উদ্বিগ্ন ও বিচলিত। দেশের মানুষ এ অবস্থা থেকে পরিত্রাণ চায়। দেশ ও জনগণের কথা ভেবে প্রধান দুই দলকে সংলাপে বসতে হবে। আলোচনার ভিত্তিতে একটি নির্বাচনকালীন সরকার গঠন করতে হবে। জিন্নাত আরা বলেন, সর্বদলীয় সরকার ছাড়া নির্বাচন হলে নৈতিকতা হারাবে ক্ষমতাসীনরা। আর ওই নির্বাচনেও শিক্ষক সমাজ সহযোগিতা করবে না।

সর্বশেষ খবর