শিরোনাম
শুক্রবার, ২২ নভেম্বর, ২০১৩ ০০:০০ টা

ভোটারপ্রতি প্রার্থীদের ব্যয় ৮ টাকা

আগামী দশম সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন পর্যবেক্ষক নীতিমালা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। এদিকে দশম সংসদ নির্বাচনে ভোটারপ্রতি প্রার্থীদের ব্যয় ৮ টাকা নির্ধারণ করে দিয়েছে নির্বাচন কমিশন। অন্যদিকে এবারে নির্বাচন পর্যবেক্ষণের জন্য তফসিল ঘোষণার ৩ দিনের মধ্যে ইসির সচিব বরাবর আবেদন করতে হবে। এ ছাড়া স্থানীয় পর্যবেক্ষক থাকবে ১ লাখ, বিদেশি পর্যবেক্ষক থাকবে ৩ হাজার, স্থানীয় সাংবাদিক ৬০ হাজার, বিদেশি সাংবাদিক ২ হাজার। ইসি সূত্র জানিয়েছে, পর্যবেক্ষকদের যোগ্যতা নির্ধারণ করা হয়েছে- এর মধ্যে বয়স ধরা হয়েছে কমপক্ষে ২৫ বছর। শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে এসএসসি বা সমমান। পর্যবেক্ষক হিসেবে নিয়োজিত ব্যক্তির সঙ্গে কোনো রাজনৈতিক দল বা প্রতিদ্বন্দ্বী প্রার্থীর স্বার্থ সংশ্লিষ্টতা থাকতে পারবে না। এদিকে দশম সংসদ নির্বাচনে ভোটার প্রতি প্রার্থীদের ব্যয় ৮ টাকা নির্ধারণ করে দিয়েছে নির্বাচন কমিশন।
প্রার্থীর ব্যয়, জামানত, অনুদান ও মামলা ফি'র পরিমাণ বাড়িয়ে গণপ্রতিনিধিত্ব আদেশের সর্বশেষ সংশোধনী আনা হয় সংসদের চলতি অধিবেশনে। ৯ কোটি ১৯ লাখ ৪৯ হাজারেরও বেশি ভোটারের দশম সংসদ নির্বাচনে সর্বোচ্চ ভোটার রয়েছে ঢাকা-১৯ আসনে ৬ লাখ ৭৮ হাজার ৬৫৭ জন। সবচেয়ে কম ভোটার ঝালকাঠি-১ আসনে ১ লাখ ৫৪ হাজার ১৮৪ জন।

সর্বশেষ খবর